দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে। বিহারে এলজেপি ক্ষমতায় এলেই জেলে যেতে হবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে, রবিবার এক জনসভায় এমনই আক্রমণাত্মক মন্তব্য করলেন এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান ।
তিনি বলেন, ‘‘বিহারে অ্যালকোহল নিষিদ্ধ করার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে। মদের চোরাই বিক্রি ব্যাপকভাবে চলছে। নীতীশ কুমার তার বিনিময়ে ঘুষ নিচ্ছেন। আমরা ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী ও তাঁর অফিসাররা গরাদের পিছনে থাকবেন।’’
এদিন টুইট করে ‘নীতীশ-মুক্ত সরকার’ গড়ার ডাক দিয়ে তিনি তাঁর দলের জন্য বিজেপি সমর্থকদেরও কাছে ভোট প্রার্থনা করেন। তিনি টুইটারে লেখেন, ‘‘একটি প্রকল্প, ‘বিহার প্রথম, বিহারবাসী প্রথম’-কে সার্থক করতে আপনাদের কাছ থেকে ভোট প্রার্থনা করছি এলজেপি প্রার্থীদের জন্য। সকলে বিজেপিকে ভোট দিন। আগামী সরকার হবে নীতীশ-মুক্ত সরকার।’’