Tuesday, March 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পাঞ্জাবে কৃষি বিলের বিরুদ্ধে মোদীর কুশপুতুল পোড়ালেন কৃষকরা, ‘ভয়ঙ্কর দৃষ্টান্ত’, ট্যুইট রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত। এবার পাঞ্জাবে কৃষি বিলের বিরুদ্ধে নানা জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ালেন কৃষকরা। আর সেই দৃশ্যকে‘ভয়ঙ্কর দৃষ্টান্ত’ বলে ট্যুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির ব্যানারে প্রধানমন্ত্রী, শিল্পপতিদের কুশপুতুল পোড়ানো চাষিরা কেন্দ্রের তিনটি কৃষি বিলকেই কালা আইন আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবিতে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কৃষক আন্দোলনের নেতা জগমোহন সিংহ জানান, রাজ্যের একাধিক স্থানে কৃষকরা প্রধানমন্ত্রী, কেন্দ্রের সরকারের কুশপুতুল পুড়িয়েছেন।

দশেরা উপলক্ষ্যে রবিবার মোদির পাশাপাশি বড় শিল্পপতিদের কুশপুতুলও জ্বালানো হয়। দেশের যে রাজ্য়গুলিতে মোদী সরকারের তিন কৃষি বিলের বিরুদ্ধে প্রবল অসন্তোষ দেখাচ্ছে কৃষক সমাজ, পঞ্জাব তাদের অন্যতম। গতকালের কৃষকদের ক্ষোভের উল্লেখ করে রাহুল গাধী বললেন, এটা বিপজ্জনক নজির তৈরি করল। প্রধানমন্ত্রীকে কৃষকদের কাছে পৌঁছে তাদের ক্ষোভের কারণ জানার পরামর্শ দিয়েছেন রাহুল।

কংগ্রেস সাংসদ ট্যুইট করেছেন, গতকাল পঞ্জাবের সর্বত্র এমন হয়েছে। এটা দুঃখজনক যে, পাঞ্জাব প্রধানমন্ত্রীর ওপর এতটা ক্ষুব্ধ, রাগে ফুঁসছে। এটা প্রবল অশনি সঙ্কেত, দেশের পক্ষেও খারাপ, উদ্বেগজনক। প্রধানমন্ত্রীর অবশ্যই উচিত দ্রুত ওদের কথা শুনে, ক্ষোভ প্রশমনে ব্যবস্থা নেওয়া।

 

Leave a Reply

error: Content is protected !!