দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টানা কয়েকদিনের সংঘর্ষে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী দিল্লি। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮। এছাড়া ২০০ জনেরও বেশি জখম, অনেকের অবস্থা গুরুতর। একের পর এক বসতি ছারখার হয়ে গেছে। পরীক্ষা দিতে গিয়ে ঘরে ফেরেনি ১৩ বছরের কিশোরী। এফআইআর দায়ের হয়েছে ১০৬ জনের বিরুদ্ধে।
এমন অসংখ্য দুঃসংবাদ ও শোকাবহ পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠকের পরে মন্ত্রক জানাল, ‛কোনও বড় ঘটনা ঘটেনি। জমায়েত নিষিদ্ধ করলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’ সরকারি ভাবে জানানো হয়েছে, গত ৩৬ ঘণ্টায় আক্রান্ত এলাকায় কোনও বড় ঘটনা ঘটেনি। পরিস্থিতির দিকে নজর রেখে শুক্রবার ১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারায় শিথিল করা হবে।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps