Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লির দাঙ্গা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা হয় গুণ্ডাদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির দাঙ্গা নিয়ে উত্তাল গোটা দেশ। এই ঘটনার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বহিরাগত গুণ্ডাদের দায়ী করেছেন। অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, ‛এই পাত্র গত ২ মাস ধরে উত্তপ্ত হচ্ছিল।’ এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে কিভাবে দিল্লির বুকে এত অস্ত্র, এত বহিরাগত গুণ্ডা ঢুকতে পেরেছে? গোয়েন্দাদের কাছে কি কোনও খবর ছিল না?

বৃহস্পতিবারই দিল্লি পুলিশ গোটা মামলা হস্তান্তর করেছে ক্রাইম ব্রাঞ্চকে। দুটি এসাইটি গঠিত হয়েছে। আর তার তদন্তেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্ত রিপোর্ট বলছে, দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে গুণ্ডাদের নিয়ে আসা হয়েছে। বেশিরভাগ গুণ্ডাই উত্তরপ্রদেশের লোনি, গাজিয়াবাদ, বাগপেট থেতে এসেছে বলে জানা গিয়েছে। দিল্লি হিংসায় পিস্তলের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

দিল্লি পুলিশ প্রায় ৬০ টি স্বয়ংক্রিয় বন্দুক উদ্ধার করেছে দাঙ্গাপ্রবণ এলাকা থেকে। হিংসার ঘটনায় ধৃতদের তরফে একজন জানিয়েছে , সে ৩ হাজার টাকায় পিস্তল কিনেছিল। শুধু তাই নয় দেড় থেকে ১০ হাজারের মধ্যেও সহজে মিলেছে বন্দুক। কেন উত্তরপ্রদেশ থেকে বহিরাগতরা ঢুকেছে? কতদিন ধরে অমন চলেছে? কে বা কারা তাদের মদত দেয় এমন হিংসায় যোগ দিতে? এই প্রশ্ন সামনে নিয়েই তদন্ত এগিয়ে যাচ্ছে।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!