Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মুকুল-অর্জুন-কৈলাসদের বিরুদ্ধে এখনই নেওয়া যাবে না কোনো কঠোর পদক্ষেপ, রাজ‍্যকে সুপ্রিম নির্দেশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা মুকুল রায় অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গী সহ পাঁচ নেতার বিরুদ্ধে এখনই নেওয়া যাবে না কোনো কঠোর পদক্ষেপ, রাজ‍্য সরকারকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং-সহ পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে বাংলার বিভিন্ন থানায় মোট ১১৪টি মামলা রয়েছে। তারই প্রেক্ষিতে কিছু দিন সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন।

কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। মুকুল রায়কে ২০১৯ সালে সরস্বতী পুজোর রাতে খুন হওয়া নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মামলার চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভাটপাড়ার সমবায় ব্যাংকে আর্থিক তছরূপের মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাঁর বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশিতে যান পুলিশকর্মীরা। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রথমে পুলিশকর্মীদের বাধা দেওয়া হয়। তবে পরে যদিও গভীর রাত পর্যন্ত বিজেপি সাংসদের উপস্থিতিতে তল্লাশি চালান পুলিশকর্মীরা। এসবই সাংসদকে কালিমালিপ্ত করার চেষ্টা বলেই দাবি গেরুয়া শিবিরের।

তার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অরবিন্দ মেনন। সেই মামলারই শুনানি ছিল শুক্রবার। ওই মামলার শুনানির পর সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দেয়, এখনই কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং-সহ পাঁচ নেতার বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও কঠোর পদক্ষেপ। তবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলেই জানিয়েছে সর্বোচ্চ আদালত।

Leave a Reply

error: Content is protected !!