দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি পাওয়া যাবে না। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে অসমে এই নীতি চালু হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের বিজেপি সরকার।
মুখ্যমন্ত্রীর দফতরের জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতি জারি করে ওই তথ্য জানানো হয়েছে। এর আগে অসমে পঞ্চায়েত নির্বাচনে দুই সন্তান নীতি কার্যকর হয়েছিল। এবার চাকরির ক্ষেত্রেও ওই নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে অসমের বিজেপি সরকার।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন