দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বম্বে হাইকোর্টেও স্বস্তি পেলেন না রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী। কুখ্যাত এই সাংবাদিককে মুম্বই পুলিশের জেরার মুখোমুখি হতেই হচ্ছে।
মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকরা জড়ো হয়েছিলেন। কাতারে কাতারে মানুষকে হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। সেই ঘটনাকে সাম্প্রদায়িক দৃষ্টিকোণে খবর পেশ করার অভিযোগে মুম্বই পুলিশ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
সেই মামলাতেই পুলিশি জেরা এড়াতে মামলা ওঠানোর জন্য বম্বে হাইকোর্টে আপিল করেন গোস্বামী। কিন্তু মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং শুনানিতে সেই আবেদন খারিজ করে হাইকোর্ট নির্দেশ দেয়, ১০ জুন, বুধবার পুলিশের মুখোমুখি হতে হবে গোস্বামীকে।