দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, এমনকি সুপ্রিমকোর্টের সমালোচনায় তাঁর ট্যুইটগুলিও সরাবেন না। সুপ্রিমকোর্টের সমালোচনা করে আদালত অবমাননায় মামলার মুখে পড়লেও পিছু হঠতে নারাজ স্ট্যান্ডআপ কমেডিয়ান কুণাল কামরা।
ট্যুইটারে তিনি লিখেছেন, ‛ট্যুইটগুলো প্রত্যাহার করার বা ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই উঠে না। আমার মনে হয় যে যা বলার তা ওই ট্যুইটগুলিতেই বলা রয়েছে’। ওপর একটি ট্যুইটে কুণাল লিখেছেন, ‘কোনও আইনজীবী নয়, ক্ষমা নয়, জরিমানা নয়, স্থানের অপচয়ও নয়’।
উল্লেখ্য, অর্ণব গোস্মামীর জামিন প্রসঙ্গে সুপ্রিমকোর্টের সমালোচনা করে একের পর এক ট্যুইট করেছিলেন কুণাল। তাতে আদালত অবমাননার অভিযোগ ওঠে। এ নিয়ে কুণালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর জন্য আইনজীবী-সহ আট জনের আবেদন অনুমোদন করেছেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল।