Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী? নীতীশকে নিয়ে টানাপোড়েন, ফল বেরোতেই বিদ্রোহী এনডিএ জোটের ‛হাম পার্টি’

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কদিন আগে ফল বেরিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের। জয়ী হয়েছে এনডিএ। এখনও পর্যন্ত সরকার গঠন হয়নি। যদিও নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন বলে জানিয়েছে বিজেপি। কিন্তু এখন মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে তীব্র বিদ্রোহ শুরু হয়েছে এনডিএ জোটের মধ্যে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতীশ কুমারের নামে সিলমোহর দিলেও কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী, তা নিয়ে শুরু হয়েছে নিয়ে টানাপোড়েন। কারণ ইতিমধ্যেই এনডিএ জোটের মধ্যে বিদ্রোহী হয়েছে ‛হাম পার্টি’। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র সঙ্গে জোট করে লড়লেও বিহার সরকারের মন্ত্রী হবেন না সাফ জানিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেনরাম মাঝি। স্বাভাবিক কারণেই চাঞ্চল্য ছড়িয়েছে শাসক ও বিরোধী-দুই শিবিরেই।

এ বারের নির্বাচনে নীতীশ কুমারের ক্ষমতা যেমন কমেছে, তেমনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রামের হাম পার্টি ৫টি আসন পেয়েছে। এই ফলে চমকে গিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও। উল্লেখ্য, নীতীশ কুমারের সঙ্গে সংঘাতের কারণেই ২০১৭ সালে জিতেন রাম জেডিইউ ছেড়ে হাম পার্টি তৈরি করেন। এবার বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ শরিক হয়েই লড়ে তাঁর দল। জেতে পাঁচটি আসন। কিন্তু তারপরই বিস্ফোরণ ঘটালেন তিনি।

বিহারে এনডিএ সরকার গড়লেও প্রবল অস্বস্তির মধ্যেই রয়েছে শরিক দলগুলি। কারণ বড় শরিক বিজেপির নেতা ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়েছেন, কোনও অবস্থায় ভোটের আগে ঘোষণা করা অবস্থান পালটানো হবে না। তাই নীতীশ কুমারই হবেন ফের মুখ্যমন্ত্রী। কিন্তু নীতীশের উদাসিনতা নিয়ে চর্চা চলছে এনডিএ শিবিরে। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি শেষে মহারাষ্ট্রের মতো অবস্থা হবে বিজেপির?

 

Leave a Reply

error: Content is protected !!