Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কাজে এলোনা বিজেপির ষড়যন্ত্র! ফেসবুক ফিরিয়ে দিল ‘নো ভোট টু বিজেপি’ গ্রুপ

কলকাতা, ২১ আগস্ট: ফেসবুক থেকে রাতারাতি উড়ে গিয়েছিল ‘নো ভোট টু বিজেপি’ গ্রুপ। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে। বিজেপি-ফেসবুক আঁতাতের জেরেই এই ঘটনা, এমনটাও দবি করেন অনেকে। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছিলেন অ্যাডমিনরা। চাপে পড়ে সেই গ্রুপ ফিরিয়ে দিল ফেসবুক। শুক্রবার বিকেল থেকে গ্রুপটি সক্রিয় হয়েছে।

বন্ধ করে দেওয়ার আগে বলা হয়েছিল গ্রুপটি ফেসবুকের কিছু নিয়মকানুন ভঙ্গ করেছে। কিন্তু গ্রুপ সূত্রের খবর, চালু করে দেওয়ার সময় ফেসবুকের তরফে বলা হয় নিছকই কারিগরী কারণে সেটি বন্ধ রাখা হয়েছিল। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে নাগরিক উদ্যোগ হিসেবে এই সামাজিক মঞ্চ গড়ে তুলেছিলেন শহরের কয়েকজন মানবাধিকার ও গণ আন্দোলনের কর্মী। তারা ভোটের সময় লাগাতার প্রচার চালায় বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন: মুসলিম ছেলের সঙ্গে প্রেম? ভালবেসে মুসলিম হতে পারেন মুসলিম বিরোধী কঙ্গনা!

বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন, এই সব মঞ্চের প্রচার তাদের বিরুদ্ধে গিয়েছে। ‘বিজেপিকে একটি ভোটও নয় ‘ নামে আর একটি গ্রুপ আছে। তাদের অবশ্য এখনও ব্লক করেনি ফেসবুক। সূত্রের খবর, নো ভোট টু বিজেপি মঞ্চকে একটি রাজনৈতিক দলে পরিণত করার একটি প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা চলছে।

 

Leave a Reply

error: Content is protected !!