দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা-আতঙ্কে ভুগছে গোটা দেশ, এরই মাঝে দিল্লির নিজামুদ্দিন দরগায় তবলীগ জামাতের সমাবেশকে ঘিরে জোর সমালোচনা শুরু হয়েছে। দেশের মেইনস্ট্রিম মিডিয়া সহ কেন্দ্র সরকার ও দিল্লি সরকার দেশে করোনা ছড়ানোর সব দায় চাপাচ্ছে মুসলিমদের উপর। সত্যিই কি সব দোষ নিজামুদ্দিনের? বুধবার সকালে কোচবিহারের বিভিন্ন জায়গায় যে দৃশ্য দেখা গেল, তাতে সে প্রশ্ন আবারও মাথাচাড়া দিয়ে উঠল।
কোচবিহারের তুফানগঞ্জ, মাথাভাঙার নদীগুলিতে ধূম লেগেছে হিন্দুদের অষ্টমী স্নানের। এই মানুষগুলো সকাল থেকেই ভিড় জমিয়েছেন নদীতে। পুণ্যস্নানে ব্যস্ত তাঁরা! বহু মানুষ গা ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে আছেন নদীবক্ষে কেবল স্নান করবেন বলে! কোচবিহারের গদাধর থেকে শুরু করে মাথাভাঙার মানসাই কিংবা তুফানগঞ্জের রায়ডাক নদীতে একই চিত্র। এত মানুষ যেখানে ভিড় জমিয়েছেন, সেখানে স্থানীয় প্রশাসনের কী ভূমিকা? কেনই বা স্থানীয় প্রশাসন এই কাজকে প্রশ্রয় দিল? প্রশ্ন থেকেই যাচ্ছে।
1 Comment