Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‛বাংলার উন্নয়নে অবাঙালিদের অবদান বেশি’ – ফের বাঙালিদের অপমান করলেন দিলীপ ঘোষ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের বাঙালিদের অপমান করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার কলকাতায় এক সভায় তিনি দাবি করেন, ‘বাংলার উন্নয়নের বাঙালিদের থেকে অবাঙালিদের অবদান বেশি।’

এদিন অবাঙালি সংগঠনের আয়োজিত এক সভায় দিলীপবাবু হিন্দিতে বলেন, ‘এখানে সবাই বাইরে থেকে এখানে চাকরি করতে এসেছেন। আজকে নয়, ব্রিটিশ জমানায় ২০০ বছর আগে থেকে বাংলায় কাজ করতে, ব্যবসা করতে আসতেন।’

এরপর তিনি বলেন, ‛গঙ্গার দুপারে যত কল কারাখা আছে তাতে বাংলার বাইরের লোকই কাজ করতেন। বাংলার যে উন্নয়ন হয়েছে তাতে বাঙালির থেকে বাইরের লোকেদের অবদান বেশি।’

 

Leave a Reply

error: Content is protected !!