Thursday, March 13, 2025
রাজ্য

শুধু নামাজ না, সমাজ গড়ার কাজও হচ্ছে মসজিদ থেকে! নজির গড়ছেন তৌসিফরা

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, তমলুক : মসজিদ মুসলিম সমাজের কাছে একপ্রকার হৃৎপিন্ডের মর্যাদা রাখে। দিনে পাঁচবার নামাজ পড়ার জন্যই সাধারণত মসজিদগুলো ব্যবহার করেন মুসলিমরা। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শিমুলিয়া এলাকার কিছু যুবক সমাজ গড়ার কাজে ব্যবহার করছেন সেই মসজিদকে।

শিমুলিয়া জামে মসজিদ। এখনও নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। তবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মসজিদের তরফ থেকে সামাজিক কিছু কর্মকাণ্ড পরিচালনা করে অনন্য নজির গড়লেন তৌসিফরা। এদিন মসজিদের আশেপাশে গাছ লাগানোর পাশাপাশি এলাকার মানুষকে প্রচুর গাছ বিতরণ করা হয়।

শুধু বৃক্ষরোপণ কর্মসূচি না, অর্ধনির্মিত মসজিদের ভিতরে সোশ্যাল ডিস্ট্যান্স মেনে ‛পরিবেশ সচেতনতায় আমাদের কি কি করনীয়’ সে বিষয়েও আলোচনা হয়। তৌসিফদের দাবি, নবী হযরত মোহাম্মদ (সাঃ) মসজিদ থেকেই সমস্ত কাজ করতেন। তাই শুধু নামাজ না, বরাবর সমাজ গড়ার কাজেও এগিয়ে আসবে শিমুলিয়া জামে মসজিদ, প্রত্যয় ব্যক্ত করেন ওই যুবকেরা।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!