Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

সাদা শাড়ি নয়, বাংলার মানুষ সাদা দাড়ি চায়, মমতাকে কটাক্ষ করে মোদীর দিকে ইঙ্গিত দিলীপের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: “সাদা শাড়ি নয়, বাংলার মানুষ সাদা দাড়ি চায়। আর এবার আর খেলা হবে না। এবার হুইল চেয়ার ঠ্যালা হবে।” শুক্রবার শিলিগুড়িতে ডাবগ্রামে সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শুক্রবার ইস্টার্ন বাইপাসের একটি ময়দানে ফুলবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভার আয়োজন করা হয়। জনসভায় তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দেয়। এদিনের জনসভায় খোলাখুলি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমন শানেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, “রাজ্যে মানুষ মুখ্যমন্ত্রীর সাদা শাড়ি ও পায়ে চটি দেখে জয় পাইয়ে দিয়েছে। কিন্তু দশ বছরে তৃণমূলের কাজ দেখে এখন আর সাদা শাড়ি আর কেউ চায় না। এখন বাংলার মানুষ সাদা দাড়ি চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার রাজ্যে স্থাপিত হবে।”

পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, “হুইল চেয়ারে বসে নাটক করে চলেছেন। মাঝে মাঝে ভুলে দাঁড়িয়ে পরছেন। আর খেলা হবে না। এবার হুইল চেয়ার ঠ্যালা হবে। দিদির ভাইয়েরা এখন হারার ভয়ে ভুলভাল বলছেন। ভোটের ফলাফলের জন্য আমার দুঃখ লাগছে। ২ মে এর পর তাদের রাঁচিতে চিকিৎসা করাতে যেতে হবে।”

 

 

Leave a Reply

error: Content is protected !!