দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি বিতর্কে এবার রাজ্য সরকারের অবস্থানকেই সমর্থন জানিয়ে ট্যুইট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল৷ কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তাঁর পরামর্শ, করোনা অতিমারির এই কঠিন সময়ে রাজ্যগুলির সঙ্গে লড়াইয়ে নামা উচিত নয়৷ বরং রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে কেন্দ্রকে৷
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এ দিনই দিল্লিতে গিয়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে৷ যদিও অভিজ্ঞ এই আইএএস অফিসারকে ছাড়তে নারাজ নবান্ন৷ এ দিনও নবান্নেই গিয়েছেন মুখ্যসচিব৷ বদলির নির্দেশ প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এই বিতর্কে রাজ্যের পাশে দাঁড়িয়েই কেজরীওয়াল ট্যুইটারে লিখেছেন, ‘এই সময়টা রাজ্য সরকারগুলির সঙ্গে লড়াই করার নয়৷ সবার সঙ্গে মিলে করোনার সঙ্গে লড়াই করার৷ এখন রাজ্য সরকারগুলিকে সহযোগিতা করতে হবে৷ তাদের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে৷ সব রাজ্যের সরকারকে সঙ্গে নিয়ে একটি টিম বানিয়ে কাজ করতে হবে৷ লড়াই, ঝগড়া আর রাজনীতি করার জন্য গোটা জীবন পড়ে রয়েছে৷’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই সম্পর্ক ভাল অরবিন্দ কেজরিবালের৷ বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অবস্থানকে অতীতেও সমর্থন জানিয়েছেন তিনি৷ তবে শুধু পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের বদলি বিতর্ক নয়, এ দিন ফের একবার টিকার ঘাটতি নিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ কেজরিবাল এ দিনও দাবি করেছেন, টিকার বন্দোবস্ত করে তা রাজ্যগুলির হাতে তুলে দেওয়া কেন্দ্রেরই দায়িত্ব৷