Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মোদী সরকারের দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন উত্তরবঙ্গের আরও ৩ বিজেপি বিধায়ক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি সাংসদ-বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাখ্যান করার হিড়িক বেড়েই চলেছে। পথ দেখিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তারপর তার দেখানো পথে অনেকেই কেন্দ্রীয় নিরাপত্তা নিতে অস্বীকার করছেন। এবার উত্তরবঙ্গের ৩ বিজেপি বিধায়ক জানিয়ে দিয়েছেন, আর তারা কেন্দ্রীয় নিরাপত্তা নেবেন না। দলের তরফে বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বলা হয়েছিল ভোট-পরবর্তী হিংসা পরিস্থিতি চলতে থাকায় ওই বিধায়করা এলাকায় ঘোরার সময় আক্রান্ত হতে পারেন। তাই তাদের নিরাপত্তা প্রয়োজন। সব কথা বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজেপি বিধায়কদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করে। এমন পরিস্থিতিতে বিজেপি বিধায়করা কেন্দ্রের নিরাপত্তা নিতে না চাওয়ায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

​কেন্দ্রীয় নিরাপত্তা নেবেন না বলে জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তবে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ভোটের আগেই বলেছিলেন তিনি জিতলে কেন্দ্রীয় নিরাপত্তা নেবেন না। কারণ স্কুটিতে চেপে ঘুরতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

 

​মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় জানিয়েছেন, তারা যে এলাকার বিধায়ক সেখানকার মানুষ আর্থিক ভাবে অনেকটাই পিছিয়ে। তাদের কাছে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে হাজির হলে তারা ভয় পেতে পারেন। তারা নিজেদের দাবি-দাওয়া নাও জানাতে আসতে পারেন। সেই কারণে কেন্দ্রীয় নিরাপত্তা না নেওয়ার কথা চিন্তা করেছেন ওই দুই বিধায়ক। তবে এমন কারণ দেখিয়ে নিরাপত্তা ছেড়ে দেওয়া হলেও গুঞ্জন থেমে নেই রাজনৈতিক মহলে। যে সব বিধায়ক কেন্দ্রের নিরাপত্তা ছাড়ছেন, তাদের ভবিষ্যৎ গতিবিধি নিয়ে রাজনৈতিক মহলে অনেক রকম জল্পনা চলছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!