Friday, April 19, 2024
Latest News

অবাক প্রযুক্তি! এখন অ্যাপই জানিয়ে দেবে ফুসফুসের অবস্থা!

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, প্রযুক্তি ডেস্ক : ফুসফুসের স্ট্যাটাস পরীক্ষা করে জানিয়ে দেবে মোবাইল অ্যাপ। সম্প্রতি এমনই মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে যার সাহায্যে সহজেই জানা যাবে ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে। যাঁদের হাঁপানির সমস্যা রয়েছে, এই অ্যাপের তথ্য ব্যবহার করে তাঁদের চিকিৎসা করা অনেকটাই সহজ হয়ে যাবে।

মোবাইল অ্যাপটির নাম দেওয়া হয়েছে অ্যাসথেমা টিউনার। সুইডেনের ক্যারোলিনস্কা ইন্সটিটিউটের গবেষকদের দাবি, যাঁদের হাঁপানির সমস্যায় মাঝে মধ্যেই ভুগতে হয়, এই অ্যাপ তাঁদের সঠিক সময় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেবে। ফলে মারাত্মক বিপদের ঝুঁকিও এড়ানো যাবে সহজেই।

স্মার্টফোনেই ইন্সটল করা যাবে অ্যাসথেমা টিউনার অ্যাপ। এর পরে ‘অ্যাসথেমা টিউনার’ এর সঙ্গে সংযুক্ত (ক্লানেক্ট) করতে হবে একটি ‘ওয়্যারলেস স্পিরোমিটার’। এই ওয়্যারলেস স্পিরোমিটারের সাহায্যে রোগীর ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করবে অ্যাসথেমা টিউনার। শুধু তাই নয়, কোন ইনহেলার কী ভাবে ব্যবহার করতে হবে তা জানিয়ে দেবে এই অ্যাপ।

Leave a Reply

error: Content is protected !!