দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের ৪৩ শতাংশ মানুষই মনে করছেন, বেকারত্ব, কর্মসংস্থানের সুযোগের অভাব, অর্থনৈতিক অব্যবস্থা, মূল্যবৃদ্ধি ইত্যাদি সমস্যার থেকে মানুষের চোখ ঘোরাতেই নাগরিকত্ব আইন পাশ করিয়েছে মোদী সরকার। দেশের মন বোঝার জন্য ইন্ডিয়া টুডে গ্রুপ একটি সমীক্ষা করেছিল। ‘মুড অব দ্য নেশন’- নামে সেই সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
সমীক্ষা বলছে, বেকারত্ব ও মন্দা থেকে চোখ ঘোরাতেই দেশ জুড়ে এনআরসি তথা জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়ণের কথাও বলা হয়েছিল। অন্যদিকে দেশের মাত্র ৩২ শতাংশ মানুষ মনে করেন, সঠিক প্রয়োজনেই নাগরিকত্ব সংশোধন বিল পাশ করা হয়েছে। প্রকৃত সমস্যার থেকে চোখ ঘোরানোর জন্য তা করা হয়নি। বাকি ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন, এটা স্পষ্ট করে তাঁরা বলতে পারবেন না।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন