Sunday, September 8, 2024
দেশফিচার নিউজ

মোদীর সঙ্গে বৈঠক করেই সুর বদল! ‛এনআরসি? ওটা তো অসমের ব্যাপার’ – বললেন মমতা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মাত্র ক’দিন আগেই এনআরসির বিরুদ্ধে কলকাতার রাজপথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান ছিল – ‘বাংলায় এনআরসি হতে দেব না।’ শুধু কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলাই নয়, বিজেপিকে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন মমতা। পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেব না, এনআরসি করে কাউকে দেশ থেকে বের করতে দেব না, সাহস থাকলে করে দেখাক। মমতা এইসব কথা বলতেন, কিন্তু আজ হঠাৎ যেন অন্য সুর।

বছর দেড়েক পরে দেখা মোদীর সঙ্গে। মিনিট চল্লিশের বৈঠক। তুমুল জল্পনার আবহে হওয়া সেই বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সাংবাদিকরা জিজ্ঞেস করেন, দিদি এনআরসি নিয়ে কোনো কথা হয়েছে? তিনি বলেন, ‛না এনআরসি নিয়ে কোনও কথা হয়নি। এনআরসি তো শুধু অসমের বিষয়। পশ্চিমবঙ্গে তো এখন কিছু হচ্ছে না!’ অবাক করা এখানেই শেষ নয়। যে অমিত শাহকে ধান্দাবাজ গুন্ডা বলেছিলেন মমতা, এদিন তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

যে মোদীর সঙ্গে তার এতো বাদানুবাদ, সেই মোদীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বন্ধুত্বপূর্ণ কথা বললেন মমতা। বীরভূমের দেউচা-পাচামি কয়লাখনির উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন মমতা। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মমতার? অবাক হওয়া এখানেই শেষ নয়। গত কয়েকদিন নানাভাবে এনআরসি নিয়ে মোদিকে আক্রমণ করেছেন মমতা এবং তৃণমূলের নেতৃবৃন্দ। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর ‘রাজনীতি নিয়ে কথা হয়নি’ মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা। তৃণমূল নেতারাও একান্ত স্বীকার করেন তারা মমতার এই রূপ দেখে অবাক।

Leave a Reply

error: Content is protected !!