Thursday, April 25, 2024
রাজ্য

এনআরসির ভয় দেখিয়ে গোটা রাজ্যের মানুষকে আসামি করা হচ্ছে : সুজন চক্রবর্তী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসির নাম করে গোটা রাজ্যের মানুষকে আসামি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বৈঠক করেন। সেখানে এনআরসি প্রসঙ্গ উল্লেখ না করায় সুজন চক্রবর্তী তাঁর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‛উনি প্রধানমন্ত্রীর কাছে গেলেও এনআরসি নিয়ে কোনও কথা বললেন না। বরং বাইরে বেরিয়ে এসে বললেন ওটা অসমের ব্যাপার পশ্চিমবঙ্গে এখনও কোনও ইস্যু নয়!’

বিজেপিকে কটাক্ষ করে সুজন চক্রবর্তী বলেন, ‛বিজেপি চেঁচাচ্ছে দু’কোটি মানুষকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেবে। আর দু’কোটি মানুষ মানে কিন্তু মুসলিমরা নয়। ১৯৭১ সালের পরে কোথা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ এসেছে? আসেনি। এটা ভুল কথা বলা হচ্ছে। যাদের কাছে কাগজ (নথিপত্র) কম, সেই দু’কোটি মানুষকে ঘাড় ধাক্কা দেওয়া হবে। তাঁরা হিন্দু-মুসলিম নির্বিশেষে। অসম থেকে সেটা বোঝা যাচ্ছে না?’

Leave a Reply

error: Content is protected !!