দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বলিউড তারকা সালমান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের সমালোচনার শিকার রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। সালমান খানকে নিয়ে তার অপমানজনক ও আপত্তিকর মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে অর্ণবকে বলতে শোনা যায়, ‛কোথায় সালমান? তিনি তো খুব কথা বলতেন। এখন তিনি কোথায় লুকিয়ে? ড্রাগস মাফিয়াদের নিয়ে কেন তিনি সরব হচ্ছেন না? আমি সালমান খানকেই বলছি, কোথায় তুমি? কোনও ট্যুইট নেই, কোনও বিবৃতি নেই। দিশা সৈলানকে নিয়ে কেন তুমি নীরব? সুশান্ত সিংকে খুনের ঘটনায় আপনি চুপ কেন? আপনি কোন শহরে লুকিয়ে আছেন? আপনি একজন এমন মানুষ যিনি দেশের বিরুদ্ধে কথা বলেন। আপনি শুধু বিগ বসের ডায়ালগই পড়তে পারবেন যেগুলো আপনাকে অন্য কেউ লিখে দেয়।’
সালমানকে নিয়ে অর্নব গোস্বামীর এমন বিতর্কিত মন্তব্যের পর নেট দুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল সাইটে গাঁজাখোর বা টিআরপির দালাল চরসি অর্ণব নামেও ট্রেন্ড চলেছে। অনেকে অর্ণবের ভণ্ডামির কথাও টেনে আনেন এই বলে যে, এই অর্ণবই একসময় নিজেকে সালমান খানের বড় ভক্ত বলে দাবি করতেন। সুশান্ত মামলায় সালমানের নাম জড়িয়ে দেওয়ার জন্য নেটিজেনরা পাল্টা তোপ দাগেন অর্ণবকে। একজন ট্যুইটার ব্যবহারকারী অর্নবের সঙ্গে সালমানের এক সাক্ষাৎকারের দৃশ্য তুলে ধরেন। সেখানে অর্নবকে বলতে শোনা যায় , ‛আমাকে সময় দেওয়ার জন্য সালমান আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। আমি আপনার ভক্ত।’
1 Comment