দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‛উইপোকারা বেরিয়ে গেলে দলটার শুদ্ধিকরণ হবে’, শুভেন্দুকে নিশানা করে এমনটাই মন্তব্য করলেন যুব তৃণমূলের সহ সভাপতি সোহম চক্রবর্তী। মালদহে বুধবার তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর তরফে একটি পথসভার আয়োজন করা হয়। সেখান থেকে সোহম বলেন, ‘এরা হচ্ছে উইপোকা। এইসব মানুষরা যত আমাদের দল থেকে বেরিয়ে যায়, ততই দলটার শুদ্ধিকরণ হবে।’
শুভেন্দুকে নিশানা করে তাঁর কটাক্ষ, ‘এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে চলেছে। কিন্ত গত ৬ বছর ধরে কি করে গিয়েছেন, তা এখন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন।’
সোহম বলেন, ‘এত সাহস! এত ঔদ্ধত্য! দল থেকে বেরিয়ে গিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে। তাকে বলছে, সে নাকি তোলাবাজ! টিভির পর্দার আপনাদের দেখা গিয়েছে, মুঠো মুঠো টাকা নিচ্ছে। তোলাবাজের চূড়ামণি তুমি।’ সঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি, ‘বাংলায় ঘুরতে এসো, বাংলাকে দেখতে এসো। মালদহের মিষ্টি আম দিয়ে তোমাদের স্বাগত জানাব। কিন্তু যদি বাংলার দিকে কুনজরে তাকিয়েছ, তাহলে আমের আঁঠি ছু়ঁড়ে মারব।’