Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ভোট দিতে এসে গুলিতে মৃত এক ভোটার, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ বাংলার পাঁচ জেলার ৪৪টি আসনে ভোট গ্রহণ চলছে। সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণ শুরুর আগেই বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়। চতুর্থ দফার ভোটে শুরুতেই কোচবিহারে চলল গুলি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে শীতলকুচি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ব়্যাফ নামানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷

ঘটনাটি ঘটেছে শীতলকুচির পাগলাপীরে৷ ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের ৷ মৃত তাদের দলের সমর্থক বলে দাবি তৃণমূলের। যদিও পরিবারের দাবি, তিনি বিজেপি সমর্থক। মৃতের নাম আনন্দ বর্মন ৷ ঘটনার পর বেআইনি জমায়েত সরাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ৷

জানা গেছে, শনিবার সকাল থেকেই কোচবিহারের শীতলকুচি অশান্ত ৷ শীতলকুচির জোড়া পাটকিতে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয় ৷ ২৬৫ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভোটদানে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি শীতলকুচির পাগলাপীরে এই গুলি চলার ঘটনা ঘটল ৷

 

Leave a Reply

error: Content is protected !!