Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

তাপমাত্রা বাড়লে কী কমবে করোনার ক্ষমতা? নাকি হয়ে উঠবে আরও ভয়ঙ্কর? কী বলছে গবেষণা?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তাপমাত্রা বাড়লেই নাকি প্রভাব পড়ে করোনা ভাইরাসে, দাবি একদল গবেষকের। অন্য আরেকদল গবেষকের আবার দাবি, ক্রমাগত জিনগত পরিবর্তন ঘটিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস।

যদিও শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে পরিষ্কার জানানো হয়েছে, গরম বাড়লে করোনা ভাইরাস ক্ষমতা হারাবে, এমন তত্ত্বে সিলমোহর দেওয়া যাচ্ছে না। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভাইরাসের চরিত্র এখনও অজানা। উচ্চ তাপমাত্রায় ভাইরাসের ক্ষমতা লোপ পাবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না।

বিশেষজ্ঞদের অনেকে আবার দাবি করেছে, বেশি তাপমাত্রা বা আর্দ্রতা সহ্য করতে পারে না এই ভাইরাস। হু যদিও এই তত্ত্বে সিলমোহর দেয়নি। জানিয়ে দিয়েছে, অযথা এমন আশা করার যুক্তি নেই।

চিনে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, তাপমাত্রা ৮.৭২ ডিগ্রি সেলসিয়াস পার করার পর ভাইরাসের সংক্রমণ কমেছে।

অন্যদিকে হাভার্ড টি এইচ চ্যান স্কুলের একটি গবেষণা বলছে, চিনেই ঠান্ডা ও গরম দুরকম পরিবেশেই এই ভাইরাস ছড়িয়েছে। তাই এমন দাবি অবান্তর।

আবার, চিনেরই পেকিং ইউনিভার্সিটির স্কুল অফ লাইফ সায়েন্সেসের একদল গবেষকের দাবি, গবেষণায় দেখা গিয়েছে, জিনগত পরিবর্তন ঘটিয়ে এই নোভেল করোনাভাইরাস আরও ভয়ঙ্কর হয়ে উঠছে।

Leave a Reply

error: Content is protected !!