Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

করোনা অতিমারিতে ত্রাণ বিলি করছে একমাত্র বিজেপি, বাকি বিরোধীরা সবাই কোয়ারেন্টাইনে ঢুকে গেছে: নাড্ডা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারিতে মানুষের পাশে রয়েছে একমাত্র বিজেপি। ত্রাণ বিলি করছেন দলের নেতা-কর্মীরা। বাকি বিরোধীরা সবাই কোয়ারেন্টাইনে ঢুকে গেছে, এভাবেই বিরোধীদের একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

কেন্দ্রে মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে দলীয় কর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন নাড্ডা। সেখানে তিনি বলেন, বিরোধীরা ভীষণভাবে চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকারের মনোবল ভেঙে দেওয়ার। সরকার পরিচালনা নিয়ে প্রশ্নও তুলেছিল। এখন ওরা ভ্যাকসিনের জন্য চিৎকার করছে। যারা এই ভ্যাকসিন নিয়ে দ্বিধায় ছিল, তারাই আজ একই কারণে চিৎকার চেঁচামিচি করছে।

 

বিরোধীদের “বাধা” বলে উল্লেখ করে নাড্ডা বলেন, ওরা হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছে। বিরোধীদের আর কোথাও দেখা যাচ্ছে না। শুধুমাত্র টিভি প্যানেল আর ট্যুইটারে দেখা যাচ্ছে। অথচ বিজেপি কর্মীরা এই অতিমারি পরিস্থিতিতেও মানুষের পাশে দাঁড়িয়েছে। বিরোধীদের ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ছাড়া কোথাও হদিশ মিলছে না।

 

 

Leave a Reply

error: Content is protected !!