দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বিকালে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রে বিজেপির বিরোধী দলগুলি। সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে রাজনৈতিক পর্যালোচনা করবে দলগুলি।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছেন যে এই বৈঠকে তিনি যোগ দিচ্ছেন না।
মমতাকে বাদ দিয়েই এই বৈঠক থেকে বিরোধী ঐক্যের ইঙ্গিত দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই বৈঠকে নাও যোগ দিতে পারেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন