Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

Bulli Bai: মুসলিম মহিলাদের ছবি দিয়ে তোলা হচ্ছে নিলামে, ‘বুল্লি বাই’ ইস্যুতে উত্তাল ট্যুইটার

নয়াদিল্লি, ০৪ জানুয়ারি: অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে নিলামের জন্য তালিকাভুক্ত করা হল শত শত মুসলিম মহিলার নাম। বিষয়টি জানাজানি হতেই অবশ্য অভিযুক্ত অ্যাপটি বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। মুসলিম মহিলাদের ছবি ব্যবহার করে নিলামের জন্য তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে ‘বুল্লি বাই’ নামক ওই অ্যাপের বিরুদ্ধে। ট্যুইটারে এই অ্যাপ নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে।

বছর খানেক আগে প্রায় একই কায়দায় মুসলিম মহিলাদের ছবি ব্যবহার করে নিলামের জন্য তালিকাভুক্ত করার অভিযোগ ওঠে ‘সুল্লি ডিল’ নামের একটি অ্যাপের বিরুদ্ধে। তখন ওই অ্যাপ বন্ধ করে প্রশাসন। ‘সুল্লি’ শব্দটি মুসলিম মহিলাদের অবমাননা করার জন্য নেটমাধ্যমে বহুল প্রচলিত একটি শব্দ। এ বারও প্রায় একই কায়দায় মুসলিম মহিলাদের ছবি ব্যবহার করার অভিযোগ উঠল ‘বুল্লি বাই’ অ্যাপের বিরুদ্ধে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ট্যুইট বার্তায় জানিয়েছেন যে, ‘বুল্লি বাই’ অ্যাপটিকে ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। মুম্বই সাইবার পুলিশ ওই অ্যাপে থাকা আপত্তিকর বিষয়বস্তুর তদন্ত শুরু করেছে। দিল্লির পুলিশ এই নিয়ে সাংবাদিক ইসমত আরার দায়ের করা একটি মামলার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, ‘সুল্লি ডিল’ বিতর্কে দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশ দু’টি এফআইআর দায়ের করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উল্লেখযোগ্য ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছিল।

Leave a Reply

error: Content is protected !!