Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

চার্জশিটে বাদ বিজেপি নেতা কপিল মিশ্রের নাম, রয়েছে ইয়েচুরিদের নাম, ‘হাস্যকর’ বললেন চিদম্বরম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লির সংঘর্ষে ৫৩ জনের মৃত্যু হয়। কয়েকশো মানুষ আহত হন। সেই মামলায় শনিবার অতিরিক্ত চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ‘স্বরাজ অভিযান’-এর নেতা যোগেন্দ্র যাদব, শিক্ষাবিদ জয়তী ঘোষ ও অপূর্বানন্দের নাম যোগ করে দিল্লি পুলিশ। এর পরেই তীব্র সমালোচনার মুখে পড়েছে দিল্লি পুলিশ। কারণ বিরোধীদের অভিযোগ, সিএএ-র বিরুদ্ধে আন্দোলনকারীদের সম্পর্কে বিজেপি নেতা কপিল মিশ্র উস্কানিমূলক মন্তব্য করার পরেই হিংসা ছড়িয়ে পড়ে। সেই কপিলের বিরুদ্ধে পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। অথচ বিরোধী দলের নেতা থেকে সামাজিক আন্দোলনকারী, শিক্ষাবিদদের জড়াতে চাইছে তারা।

এই নিয়ে দিল্লি পুলিশকে কটাক্ষ করলেন প্রান্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদবদের মতো নেতাদের নাম চার্জশিটে ঢুকিয়ে দিল্লি পুলিশ অপরাধী বিচার ব্যবস্থাকে হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তের প্রক্রিয়াটাই কি দিল্লি পুলিশ ভুলে গিয়েছে?— প্রশ্ন তুলেছেন চিদম্বরম।

রবিবার টুইট করে পি চিদম্বরম বলেছেন, ‘দিল্লি সংঘর্ষে সীতারাম ইয়েচুরি ও অন্যান্য বিশিষ্টজনের নামে অতিরিক্ত চার্জশিট দিয়ে দিল্লি পুলিশ অপরাধী বিচার ব্যবস্থাকে উপহাসের স্তরে নামিয়ে দিয়েছে।’

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও লিখেছেন, ‘আইন কখনও এমন হতে পারে না যে, কোনও অভিযুক্ত কারও নাম করল, আর তাঁকে চার্জশিটে জুড়ে দিলাম। দিল্লি পুলিশ কি ভুলে গিয়েছে যে প্রাথমিক তথ্যপ্রমাণ এবং চার্জশিটের মাঝখানে তদন্ত বলে একটা জিনিস থাকে?’

 

 

Leave a Reply

error: Content is protected !!