আব্দুর রহমান খাঁন
ঈদের খুশি,
মুখে আসেনা হাসি,
ব্যথায় মন ভরে যায়।
দেশ গড়ার কারিগর
আজ রাস্তায়।
ঈদের সময় মিলেমিশে
খেয়েছি লাচ্ছা সেমাই,
আজ তাঁদের ব্যথায়
মন ভরে যায়।
ধনীর দুলাল প্লেনে করে
ফিরে আসে বাড়ি,
পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে
দেশে দেয় পাড়ি।
পরিযায়ীর মনের কথা
কেউ বোঝেনা হায়,
ধনীর মনের কথায়
লোন মাফ হয়।
ঈদের খুশি,
মুখে আসেনা হাসি,
ব্যথায় মন ভরে যায়।
দেশ গড়ার কারিগর
আজ রাস্তায়।
Tags:Abdur Rahman Khan