দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বন্যা। বহু মানুষ ঘরছাড়া। প্রতিবেশী দেশের এই পরিস্থিতিতে সমবেদনা জানিয়ে ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এনিয়ে পাল্টা ট্যুইট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নিজের ট্যুইটে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। বন্যায় মানুষের ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে তিনি সমবেদনা জানিয়েছেন। পাকিস্তানের চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ইনশাআল্লাহ এখানকার মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের প্রতিকূল পরিস্থতি কাটিয়ে উঠবেন। আবার তাঁদের জীবন গড়ে তুলবেন। জানিয়েছে পাক প্রধানমন্ত্রী।