দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার-২০২০’-র জন্য মনোনীত হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রকাশিত মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ইমরান খানকে এ উপাধিতে ভূষিত করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ নামে বিশ্বজুড়ে প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এই তালিকায় এক নম্বরে রয়েছেন পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি তাকি উসমানি। সার্বিক তালিকায় ১৬ নম্বরে রয়েছেন ইমরান খান। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ প্রকল্পের চিফ এডিটর প্রফেসর আবদুল্লা শেলিফার অর্থনৈতিক সংকটের শক্তিশালী মোকাবেলা ও কাশ্মীর ইস্যুতে অসামান্য ভূমিকার জন্য ইমরান খানকে ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত করেন।