Saturday, July 27, 2024
দেশফিচার নিউজ

ট্যুইটার থেকে ‛ভ্যানিশ’ মহম্মদ সেলিমের ভেরিফায়েড অ্যাকাউন্ট, নেপথ্যে বিজেপির আইটি সেল?

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা প্রসঙ্গে বিজেপিকে ‘অসভ্য ও বর্বর’ বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। জ্যোতি বসুর সেই উদ্ধৃতি ট্যুইট করায় মহম্মদ সেলিমের ট্যুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ জন্য বিজেপির আইটি সেলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম।

সেলিমের ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধের পিছনে কি সত্যিই বিজেপির হাত? বিজেপির আইটি সেল যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। নিজের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে মহম্মদ সেলিম লিখেছিলেন – বিজেপিকে অসভ্য ও বর্বর রাজনৈতিক দল বলে মন্তব্য করেছিলেন কমরেড জ্যোতি বসু। পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেই বর্বরতা বন্ধ করার এটাই উপযুক্ত সময়।

৫ অক্টোবরের সেই মন্তব্যটি মুছে দেওয়া হয়েছে। সেলিমের মন্তব্যের প্রেক্ষিতে যে অভিযোগ জমা পড়ে, তাতেই মহম্মদ সেলিমের বিরুদ্ধে পদক্ষেপ করে ট্যুইটার। মহম্মদ সেলিম ট্যুইটারের নিয়ম ভেঙেছেন বলে তারা জানিয়ে দেয়। সেই ট্যুইটে সেলিম আরও লেখেন, বিবেকানন্দ ও রামকৃষ্ণ কখনও এ কথা বলেননি যে অন্যের ধর্মকে ধ্বংস করে নিজের ধর্মকে ভালবাসো।

Leave a Reply

error: Content is protected !!