Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইন নিয়ে ফের উত্তাল সংসদ, তীব্র হই-হট্টগোল, সাসপেন্ড ৩ আপ সাংসদ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি আইনের বিরোধিতায় ফের উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। এদিন সংসদের অধিবেশন শুরু হতেই বিরোধীরা দাবি করেন, ১০ ঘণ্টা সময় বরাদ্দ করতে হবে কৃষি আইন নিয়ে আলোচনা করতে। তার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইড়ু জানান, এই আইন নিয়ে সংসদে ১৫ ঘণ্টা আলোচনা করতেও কোনো অসুবিধে নেই। তাতে সায় দেন বিরোধীরাও। তবে এরপরই রাজ্যসভার চেয়ারম্যান যখন ঘোষণা করেন, কৃষকদের বিষয়টি নিয়ে আলোচনা হবে Motion of thanks ‌বা অভিভাষণের পর। তখনই তীব্র প্রতিবাদ জানান আম আদমি পার্টির ৩ সাংসদ। রাজ্যসভার মধ্যে স্লোগান দিতে থাকেন তারা। চেয়ারম্যানের তরফে তাঁদের সাবধান করে সাসপেন্ডের হুঁশিয়ারি দিলেও তারা সংযত হননি। তারপরই আপের ৩ সাংসদ সঞ্জয় সিংহ, এনডি গুপ্ত এবং সুশীল গুপ্তকে ২৫৫ নম্বর ধারা অনুযায়ী সাসপেন্ড করা হয়।

এপ্রসঙ্গে কংগ্রেসের বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন,‘‌যেহেতু সরকার এই প্রস্তাব গ্রহণ করেছে আমরা আলোচনার জন্য প্রস্তুত।’‌ তিনি আরও বলেন, “যদি ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের আগে বিষয়টি নিয়ে আলোচনা না হয় তাহলে সরকারের কাছে আর্জি জানাচ্ছি তারপরই যেন আলোচনার সময় দেওয়া হয়।”‌

তবে আগামী দুদিনের এই আলোচনায় থাকছে না কোনো প্রশ্নোত্তর পর্ব। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই কৃষি আইন কোনও মতেই বাতিল করা হবে না।

 

Leave a Reply

error: Content is protected !!