Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষক ও সাংবাদিকদের আইনি সাহায্য দেবে কংগ্রেস

Supporters hold party flags during an election campaign rally by India's ruling Congress party president Sonia Gandhi in Mumbai April 26, 2009. REUTERS/Punit Paranjpe (INDIA POLITICS ELECTIONS) - GM1E54Q1QHD01

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিক্ষোভরত কৃষক ও সাংবাদিকরা তাঁদের অভিযোগ জানাতে গেলে আইনি সাহায্য করবে কংগ্রেস। কংগ্রেসের শীর্ষ নেতাদের নিয়ে হওয়া একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে ছিলেন দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের কংগ্রেসের লিগাল সেলের নেতারা।

মঙ্গলবার কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ বিবেক তনখার নেতৃত্বে হয় এই বৈঠক। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির আইন বিভাগের প্রতিনিধিদল দিল্লির সীমানা এলাকায় গিয়ে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কথা বলবে। যে কোনও আইনি সাহায্যের ক্ষেত্রে তাঁরা এই দলকে যে পাশে পাবেন তা জানানো হবে।

আগামী 48 ঘণ্টার মধ্য়ে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির প্রতিটি জেলায় আইন দপ্তরের আইনজীবীদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে বলে কংগ্রেসের বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে। আইনজীবীদের নাম-ঠিকানা ও যোগাযোগের জন্য ফোন নম্বর জানিয়ে দেওয়া থাকবে। প্রস্তাবে বলা হয়েছে, ”সংশোধনাগারে, থানায় বা অন্য কোনও প্রশাসনের কাছে গিয়ে কথা বলুন। কৃষক সংগঠনগুলিকে তাঁদের নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করতে সাহায্য করুন। কৃষকদের বিক্ষোভে অশান্তি যাতে না-ছড়ায় সে জন্য বিভিন্ন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দাখিল করতে সাহায্য করবে লিগাল সেল।”

কৃষক বিক্ষোভে আটক হওয়াদের খুঁজে বের করা, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ও তাঁদের আইনি সহায়তা দিতে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির আইন বিভাগের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেসের বৈঠকে।

 

Leave a Reply

error: Content is protected !!