Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

“পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন, তার ধারেকাছেও আমি নেই, আমি চুনো পুঁটি” : মদন মিত্র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিন ধরে পার্থ-মদন একই সঙ্গে রাজনীতি করেছেন। সেই পার্থ চট্টোপাধ্যায়ের গায়েই এখন এসএসসি দুর্নীতির কালি। জড়িয়ে গিয়েছে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামও। অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, টাকার পাশাপাশি সেক্স টয়ও উদ্ধার হয়েছে। এনিয়েও চলছে পুরোদমে চর্চা। এবার তার মধ্যেই সহকর্মীকে নিয়ে মুখ খুললেন মদন মিত্র।

সংবাদমাধ্যমের সামনে মদন মিত্র জানিয়েছেন, “পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারব না। কারণ পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন। তার ধারেকাছেও আমি নেই। আমি চুনো পুঁটি।” তিনি আরও বলেন, “আজই আমার দুটি বান্ধবী হয়েছে। তারা বিদেশ থেকে এসেছেন। আমরা নৈশভোজে যাব। কোনও বান্ধবী ডেকে খাওয়ালে তো অন্যায়ের কিছু নেই। তবে কোনও বান্ধবীকে দুর্নীতির টাকা দিতে প্রস্তুত নই। কারণ আমার কাছে দুর্নীতির কোনও টাকা নেই।”

 

Leave a Reply

error: Content is protected !!