Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বাড়িতে ময়ূর পোষা সম্পূর্ণ বেআইনি! ১৯৭২ সালে পার্লামেন্টে পাস হয়েছিল এই আইন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রবিবার বিকেলের দিকে নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে কয়েক চরণ কবিতাও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে তার বাসভবনে ময়ূর ও ময়ূরীদের নিজের হাতে খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী।

সেই ভিডিও নিয়েই এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে – বাড়িতে ময়ূরকে খাইয়ে প্রধানমন্ত্রী আইন ভেঙেছেন কি না সে প্রশ্নও উঠতে শুরু করেছে। অন্যতম বিরোধী দল আরজেডি-র নেতা শ্যাম রজক বলছেন, ‛১৯৭২ সালে দেশের পার্লামেন্টে পাস হওয়া এই আইন অনুসারে ময়ূর একটি বিপন্ন প্রাণী এবং বাড়িতে ময়ূর পোষা সম্পূর্ণ বেআইনি।’

তিনি বলেন, ‛বছর তিনেক আগে যখন লালুপ্রসাদজির বাংলোতে দুটো ময়ূর ছাড়া হয়েছিল তখন কিন্তু এই বিজেপিই বন্যপ্রাণী সুরক্ষা আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। এখন দেশের আইন তো প্রধানমন্ত্রী থেকে শুরু করে লালুপ্রসাদ যাদব – সবার জন্যই সমান হওয়া উচিত!’

 

 

Leave a Reply

error: Content is protected !!