Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পেগাসাস ইস‍্যু: বিরোধীদের বিক্ষোভে অচল সংসদ, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: চলতি বাদল অধিবেশন শুরুর দু’সপ্তাহ পার হয়ে গেলেও অচলই রইল সংসদ। পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে সংসদের দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভা গত দু’সপ্তাহ ধরে তপ্ত হয়েই রয়েছে। একদিকে পেগাসাস ইস্যু নিয়ে সংসদে আলোচনার দাবিতে অনড় বিরোধীরা। অন্যদিকে, পেগাসাস কোনও ইস্যুই নয় বলে অনমনীয় মনোভাব সরকার পক্ষের।

দুই শিবিরের টানাপোড়নে বিগত দু’সপ্তাহে প্রায় প্রতিদিনই দফায় দফায় মুলতবির সাক্ষী হয়েছে লোকসভা ও রাজ্যসভা। কী ভাবে অধিবেশন চালানো যায় তা নিয়ে শুক্রবার সকালে প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সংসদের অন্দরেই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে চলতে থাকা পেগাসাস জট কী ভাবে কাটিয়ে ওঠা যায়, তার জন্য অবিলম্বে রাস্তা খুঁজে বার করতে হবে বলেই মোদি এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন বলেই সূত্রের খবর।

রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী দুজনেই যে বিরোধীদের প্রতিবাদ সামলে সংসদ চালানোর ব্যবস্থা করতে পারছেন না সেই চিত্র সকলের সামনে ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। সেকথা বুঝতে পারছে সরকারপক্ষও। তাই এবার দলের প্রথমসারির নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে আসরে নামাতে চাইছে তারা। শুক্রবারই রাজনাথ তাসখন্দ সফর থেকে ফিরে রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকাজুর্ন খাড়গেকে কফি খাওয়ার নিমন্ত্রণ করেছেন।

শনি ও রবিবারের মধ্যে ফোন করে বিরোধী শিবিরের অন্যান্য প্রথম সারির নেতাদের সঙ্গে কথা বলে রাজনাথ সুষ্ঠভাবে সংসদের অধিবেশন চালানোর সমাধানসূত্র বার করার চেষ্টা করবেন বলেই জানা গিয়েছে। সরকারপক্ষের তরফ থেকে রাজনাথ কী প্রস্তাব নিয়ে আসেন তার উপরেই বিরোধীরা নিজেদের অবস্থান ঠিক করবেন।

Leave a Reply

error: Content is protected !!