দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রামের ভারতে পেট্রলের দাম ৯৩ টাকা লিটার কিন্তু রাবণের লঙ্কায় ৫১ টাকা, এবার কেন্দ্রকে খোঁচা দিলেন বিজেপিরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ট্যুইটে রাজ্যসভার এই সাংসদ একটি গ্রাফিক্স কার্ড পোস্ট করেছেন। ওই গ্রাফিক্স কার্ডে লেখা আছে,’পেট্রলের দাম রামের ভারতে ৯৩ টাকা, সীতার নেপালে ৫৩ টাকা এবং রাবণের লঙ্কায় ৫১ টাকা।’ উল্লেখ্য, বিজেপি সব সময় ‘রাম-রাজ্য’ গঠনের কথ বলে। এই ট্যুইটের মাধ্যমে সুব্রহ্মণ্যম স্বামী পরোক্ষে তাঁর নিজের দল বিজেপির নীতির যে সমালোচনা করেছেন তা নিয়ে কোনও সংশয় নেই। অন্তত এমনই বক্তব্য রাজনৈতিক মহলে।
মঙ্গলবার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখল তেল কোম্পানিগুলি। এই নিয়ে টানা ৬ দিন পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রইল। বর্তমানে প্রতি লিটার পেট্রলের দাম ৮৭ টাকা গণ্ডি পার করে গিয়েছে ৮৮ টাকার পথে। অন্যদিকে, ৮০ টাকা ছাড়িয়ে গিয়েছে ডিজেল। দেশের প্রধান মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইয়ে বর্তমানে প্রতি লিটার পেট্রলের দাম ৯২ টাকা ৮৬ পয়সা। অন্যদিকে, প্রতি লিটার ৮৩ টাকা ৩০ পয়সা দরে বিক্রি হচ্ছে ডিজেল।