Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

৩৭০ ধারা বিলোপের জেরে জম্মু-কাশ্মীরে পর্যটনের বেহাল দশা, জানাল খোদ মোদী সরকার-ই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীর থেকে জোর করে ৩৭০ ধারা বিলোপ করেছিল মোদী সরকার। সেই সময় থেকেই জম্মু-কাশ্মীরে পর্যটনের বেহাল দশা, এমনটাই জানাল খোদ মোদী সরকার-ই। এই তথ্য জানিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ায় সবথেকে বেশি প্রভাব পড়েছে ভূস্বর্গে, বললেন তাও।

রাজ্যসভায় এ নিয়ে প্রশ্নের লিখিত উত্তরে প্যাটেল বলেন, ‘২০১৯ সালের ৫ অক্টোবর থেকে জম্মু-কাশ্মীরে আগত পর্যটক সংখ্যা কমেছে। কাশ্মীরে বেশি করে প্রভাব পড়েছে।’ তবে শেষ কয়েক মাসে আবার পর্যটকদের আনাগোনা বেড়েছে বলে জানান তিনি। কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর এবং লাদাখ প্রশাসনের তথ্যানুযায়ী, ২০১৯-এর আগস্ট থেকে এ পর্যন্ত কাশ্মীরে আগত পর্যটক সংখ্যা প্রায় ৮৪,৩২৬। জম্মুতে এসেছেন ৮৭,৯৪,৩৩৭ এবং লাদাখে ১,০০,৯৩১ জন। জম্মুতে পর্যটকদের আনাগোনা বেশি হওয়ার কারণ তীর্থযাত্রা। তীর্থযাত্রাতেই জম্মু এসেছেন ৭৬,৮০,৭৭৫ পর্যটক।

৩৭০ ধারা বিলোপের পর পর্যটন এবং হস্তশিল্পে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। সেই সংক্রান্ত পরিসংখ্যানও জানতে চাওয়া হয়েছিল। কিন্তু প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, কর্মসংস্থানে ক্ষতি নিয়ে তার মন্ত্রক কোনও সমীক্ষা করেনি।

 

Leave a Reply

error: Content is protected !!