দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দুদিনের বিরতির পরে এদিন ফের পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি। সোমবারের পর বৃহস্পতিবার ফের বাড়ল দুই জ্বালানির মূল্য। দেশব্যাপী এদিন পেট্রোলে লিটার পিছু ৩৫ পয়সা এবং ডিজেলে লিটার পিছু ১৫ পয়সা বৃদ্ধি হয়েছে।
এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে লিটার পিছু ১০১.৫৪ টাকা এবং ডিজেলে ৮৯.৮৭ টাকা। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১০৭.৭৫ টাকা এবং ৯৭.৪৫ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে ১০১.৭৪ টাকা এবং ৯৩.০২ টাকা।
রাজস্থানের শ্রীগঙ্গানগরে দেশের মধ্যে সর্বপ্রথম পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে যায়। আর বড় শহরগুলির মধ্যে ভোপালে প্রথম পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে যায়। এরপর জয়পুর, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পটনা, তিরুবনন্তপুরমে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে যায়। জুলাইয়ের প্রথম সপ্তাহে চেন্নাই ও ভুবনেশ্বরে পেট্রোলের দাম ১০০ টাকা পেরোয়। গত সপ্তাহের কলকাতা ও দিল্লিতে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে যায়।
বর্তমানে পেট্রোল ও ডিজেলের যে দাম রয়েছে, তার মধ্যে পেট্রোলে ৬০ শতাংশ এবং ডিজেলে ৫৪ শতাংশের ওপরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কর রয়েছে। পেট্রোলে কেন্দ্রের এক্সাইড ডিউটি লিটার পিছু ৩২.৯০ টাকা এবং ডিজেলে ৩১.৮০ টাকা।
বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারগুলির আলাদা করের কারণে পেট্রোল ও ডিজেলের দাম রাজ্যে রাজ্যে ভিন্ন। রাজস্থানে পেট্রোল ও ডিজেলের ওপরে ভ্যাট সব থেকে বেশি। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।