Tuesday, October 8, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বেকারদের প্রতিবাদ, মোদীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পালিত হচ্ছে ‛জাতীয় বেরোজগার দিবস’

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জয়েন্ট পরিক্ষার ঠিক আগে যে ‛মন কি বাত’ অনুষ্ঠান হয়েছিল শুরুটা ঠিক সেখান থেকেই, মোদীর সেই অনুষ্ঠানে লাইকের থেকে ডিসলাইকের বন্যা বয়ে গিয়েছিল। আজ নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন। আর আজ সোশ্যাল মিডিয়ায় পালিত হচ্ছে ‛জাতীয় বেরোজগার দিবস’।

দেশের অর্থনীতির অবস্থা তলানিতে। কর্মসংস্থানের অভাব। দেশজুড়ে রেকর্ড হারে বাড়ছে শিক্ষিত বেকারদের সংখ্যা। সরকারি চাকরির প্রতিশ্রুতি মিলছে কিন্তু নিয়োগ হচ্ছে না। আর এর প্রতিবাদ করার জন্য মোদীর জন্মদিনকে বেছে নেওয়া হল।

বৃহস্পতিবার সকাল থেকেই #nationalunemploymentday, এই ধরনের হ্যাশ ট্যাগে ছেয়ে গেছে ট্যুইটার। আর এই ‛জাতীয় বেরোজগার দিবস’ সম্পর্কিত ট্যুইট প্রায় ২০ লক্ষ ছাড়িয়ে গেছে, যা মোদীর জন্মদিনের শুভেচ্ছা বার্তাকেও ছাপিয়ে গেছে।

 

Leave a Reply

error: Content is protected !!