Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কাল বাংলায় আসছেন মোদী! অণ্ডাল বিমানবন্দর ঘেরাও করতে পারেন আন্দোলনকারীরা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে উত্তাল বাংলা। এরই মাঝে আগামীকাল খুব অল্প সময়ের জন্য রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, দিল্লি থেকে অণ্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের তরফে অণ্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন আইনমন্ত্রী মলয় ঘটক।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

রবিবার উপস্থিত থাকার কথা রাজ্যপাল জগদীপ ধনকড় ও মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। দুপুর ১টায় অণ্ডাল বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে যাবেন ঝাড়খণ্ডের দুমকায়। সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

জানা গিয়েছে আবার দুপুর তিনটে চল্লিশে দুমকা থেকে অণ্ডালে ফিরবেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে উড়ে যাবেন দিল্লিতে। আশঙ্কা করা হচ্ছে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের ঢেউ অণ্ডাল বিমানবন্দরে আছড়ে পড়তে পারে। বিমানবন্দর ঘেরাও করতে পারেন আন্দোলনকারীরা। পরিস্থিতি কি দাঁড়ায়, তা অবশ্য কালই বোঝা যাবে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!