Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

সংবিধান রক্ষার আন্দোলন সংবিধান মেনেই করতে হবে : ছাত্র সংগঠন এসআইও

ছবি : সংগৃহিত

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : সাম্প্রতিক দেশের লোকসভা ও রাজ্যসভাতে চরম বিরোধিতা সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা হয়েছে। এই বিল বাতিলের দাবিতে উত্তর-পূর্ব ভারত সহ সারা ভারতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও এই বিলের বিরোধিতা করে আন্দোলন শুরু হয়েছে। কিন্তু এই আন্দোলনের মাঝেই হাওড়ার উলুবেড়িয়া, সাঁকরাইল ও মুর্শিদাবাদের বেলডাঙ্গা সহ বেশ কিছু রেল স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও) পশ্চিমবঙ্গ শাখা এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের রাজ্য সভাপতি ওসমান গনি এক বিবৃতিতে বলেন, ‛নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন সংবিধান রক্ষার আন্দোলন। এই আন্দোলন শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলা মেনে হতে হবে। দেশ ও জনগণের সম্পত্তি নষ্ট করে আন্দোলন কখনওই ফলপ্রসু হতে পারে না। আন্দোলনের অভিমুখ পরিবর্তন হয়ে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবে। কোনও প্ররোচনা ও গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি সকলকে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। যেকোনো ধরনের ভাঙচুর হিংসাত্মক ঘটনা থেকে দূরে থাকার অনুরোধ করছি। আমাদের সকলকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রয়োজনে সাধারণ মানুষদেরকে শান্ত করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। সর্বাবস্থায় প্রশাসনের সহযোগিতা করুন।’

তিনি দেশের এই পরিস্থিতির জন্য বিজেপি সরকারকে দায়ী করে আরও বলেন, ‛এই আন্দোলনকে সাম্প্রদায়িক রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে যা অত্যন্ত ঘৃণ্য কাজ।’ রাজ্য সভাপতি ওসমান গনি রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে সংবিধান বাঁচানোর জন্য শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলনে যোগদান করার আহ্বান জানান।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!