দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গোটা দেশে সাত দফায় অনুষ্ঠিত হবে লোকসভা ভোট। সাত দফার শেষ দফায় অর্থাৎ ১ জুন ভোট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীই। এখনও পর্যন্ত যা ইঙ্গিত, পদ্মশিবির নির্বাচনী প্রচারে গোটা দেশেই মোদীকে সামনে রাখতে চায়। এহেন পরিস্থিতিতে একদম শেষে বারাণসী কেন্দ্রে ভোট করানোর ঘোষনায় কাঠগড়ায় কমিশন। তবে কি কাকতলীয়ভাবে ওই তারিখ পড়েছে? উত্তর সবার অজানা।