Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সরকারি অর্থে ভোট প্রচার বিজেপির! দেশবাসীকে হোয়াটসঅ্যাপে চিঠি মোদীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লোকসভা ভোট ঘোষণার পর থেকেই বিগত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোটা দেশের জনগণের কাছে পৌছাচ্ছে একটি বিশেষ চিঠি। চিঠির একটি অংশে লেখা ‘‘এই চিঠিটি পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। ‘আমার প্রিয় পরিবারবর্গ’ সম্বোধন করে ওই চিঠি পাঠানো হচ্ছে। সেখানে গত এক দশকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের কথা রয়েছে।

এহেন চিঠির কথা চারিদিকে চাউর হতেই তৃণমূল সহ বিরোধীরা অভিযোগ তুলেছে সরকারি অর্থকে ব্যবহার করে ভোটের আগে সরকারি প্রকল্পের প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি। সোমবার কমিশনকে চিঠি পাঠিয়ে তৃণমূল অভিযোগ করেছে, নির্বাচন কমিশন ভোট ঘোষণার পর ওই বার্তা হোয়াটসঅ্যাপে ছড়ানো স্পষ্টতই নির্বাচনী আদর্শ বিধি ভঙ্গের উদাহরণ। রাজনৈতিক প্রচারে সরকারি অর্থ এবং পদ ব্যবহার করা সমীচীন নয়।

Leave a Reply

error: Content is protected !!