দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেওয়ায় গৃহবন্দি করা হল প্রখ্যাত কবি মুনব্বর রানার দুই কন্যা সুমাইয়া রানা ও উজমা পরভীনকে। সুমাইয়া এবং উজমা প্রতিবাদের জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জমায়েত করে থালা বাজানোর ডাক দিয়েছিলেন।
প্রতিবাদের ধ্বনি তুলে ধরার লক্ষ্যেই এই জমায়েতের ডাক দিয়েছিলেন তাঁরা। এর পরেই কায়সেরবাগ অঞ্চলের সিলভার হাইটস আবাসন যেখানে সুমাইয়া এবং উজমা থাকেন, সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য, সিএএ-এর প্রতিবাদেও লখনউয়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন রানার দুই কন্যা।
Tags:Yogi Adityanath