Thursday, November 21, 2024
ফিচার নিউজরাজ্য

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট পাচ্ছেন কবি শঙ্খ ঘোষ, সলমন হায়দার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সাম্মানিক ডি-লিট ও ডি-এসসি দেওয়ার জন্য চারজনের নাম ঘোষণা করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এ বার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ এবং প্রাক্তন বিদেশ সচিব সলমন হায়দারকে ডি-লিট দেওয়া হবে। এছাড়া ডি-এসসি পাচ্ছেন ভারতরত্ন প্রাপ্ত সিএনআর রাও এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। সাম্মানিক ডি-লিট ও ডি-এসসি দেওয়ার জন্য এই চারজনের নাম রাজভবনের সিলমোহরের জন্য চলে গিয়েছে।

সলমন হায়দার। ছবি : সংগৃহিত

শুক্রবার ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বৈঠক। আজ সকাল এগারোটায় শুরু হয় বৈঠক। এ দিনের বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডি-লিট ও ডি-এসসি দেওয়ার জন্য যে নামের তালিকা পেশ করে তাতে একটি নামে আপত্তি জানান আচার্য। এরপর ওই নাম নিয়ে ভোটাভুটি হয়। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নাম পছন্দ করেছিল, সেই নামই যাচ্ছে রাজভবনে। সেই তালিকায় রয়েছেন শঙ্খ ঘোষ, সলমন হায়দার, সিএনআর রাও এবং সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!