দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলনে গুয়াহাটি-সহ অসমের বিভিন্ন শহরে-গ্রামে চলছে মিছিল, বিক্ষোভ, অবরোধ। এরই মাঝে গ্রেফতার করা হল কৃষক নেতা অখিল গগৈকে। কেএমএসএস নেতা অখিল গগৈ গতকাল রাজ্য অচল করার ডাক দিয়েছিলেন। আজ প্রতিবাদকারীরা দিসপুরে বিধায়ক-আবাসের সামনে বিক্ষোভ দেখিয়ে অসমে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেয়।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
নেসো, আসু, কেএমএসএস-সহ বিভিন্ন সংগঠনের ডাকা বন্ধে সমর্থন জানায় কংগ্রেস ও বামদলগুলিও। গুয়াহাটিতে দিনভর একের পর এক আক্রমণ চলল মন্ত্রী-সাংসদদের বাড়িতে, কনভয়ে। রুক্মিণীগাঁওয়ে বিক্ষোভকারীদের হটাতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। বিভিন্ন স্থানে চলল লাঠি, কাঁদানে গ্যাসও। জখম শতাধিক। ভাঙা হয়েছে গাড়ি, বাস। এদিকে রাজ্যের বিদগ্ধ সমাজ সব সরকারি অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন