দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই দিনেই মোদী সরকারের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে ট্রাক্টর মিছিল করার কথা করেছে কৃষকরা। কিন্তু সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল বন্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিমকোর্টে গিয়েছিল মোদী সরকার। সেই আর্জিতে সরাসরি সায় দিল না সুপ্রিমকোর্ট। তবে মিছিল হবে কিনা, সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দিল দিল্লি পুলিশকেই। যে পুলিশবাহীনির নিয়ন্ত্রণ রয়েছে কেন্দ্রেরই হাতে।
সোমবার সুপ্রিমকোর্ট জানাল, ‘শেষবারের মতো বলছি, দিল্লিতে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশ। কারা প্রবেশের অনুমতি পাবেন না, কারা প্রবেশ করতে পারবেন, কত জন পারবেন, আইন–শৃঙ্খলা সংক্রান্ত এসব বিষয়ে দেখবে দিল্লি পুলিশ। এ বিষয়ে আমাদের এক্তিয়ার নেই।’
সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। সেই মিছিলে যোগ দিতে পাঞ্জাব, হরিয়ানা থেকে প্রায় দু’ হাজার ট্রাক্টরে চেপে আসছেন বহু কৃষক। তাঁদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে কিনা, সিদ্ধান্ত নেবে পুলিশ। আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই নিয়ে আগামী শুনানি বুধবার।
দিল্লি পুলিশের মাধ্যমে সুপ্রিম কোর্টে মামলা করেছিল মোদি সরকার। সেখানে জানানো হয়েছিল, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার জন্য কোনও প্রতিবাদ বা মিছিল করা হলে তা আদতে ‘দেশের লজ্জা ডেকে আনবে’। কেন্দ্র এও বলেছে, ‘দুনিয়ার সামনে দেশকে অপদস্ত’ করা প্রতিবাদ করার অধিকারের অন্তর্ভুক্ত নয়। তাই দিল্লি এবং এনসিআর–এ এ ধরনের প্রতিবাদ বন্ধের আর্জি জানায় কেন্দ্র।
কৃষকদের তরফে জানানো হয়েছিল, যে দিল্লির মধ্যে প্রবেশ তারা করবে না। দিল্লি সীমান্তেই ট্রাক্টর র্যালি হবে। লালকেল্লায় গিয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান ভেস্তে দেওয়াও তাঁদের উদ্দেশ্য নয়।