Thursday, December 26, 2024
দেশফিচার নিউজ

চিন্ময়ানন্দের বিরুদ্ধে মামলা দুর্বল করে দিচ্ছে পুলিশ, ন্যায়বিচার পেলাম না, অভিযোগ ধর্ষিতার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ন্যায়বিচার পেলাম না। আমি ঠিক এই ভয়টাই করেছিলাম। বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দ গ্রেফতার হওয়ার পর এই মন্তব্য করলেন ধর্ষিতা তরুণী। বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ ওঠার পরেও পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনেনি পুলিশ। একারণেই ন্যায়বিচার পেলাম না বলে মন্তব্য করেছেন ওই তরুণী।

তাঁর অভিযোগ, পুলিশ ওই বিজেপি নেতার বিরুদ্ধে লঘু ধারায় মামলা করেছে। তিনি চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, ওই বিজেপি নেতা বহু মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। ওই আইনের ছাত্রী বলেন, ‛সিট যেভাবে অ্যাকশন নিয়েছে, তাতে আমি খুশি নই।’ ওই ছাত্রীর বিরুদ্ধে পুলিশ টাকা আদায়ের অভিযোগ এনে তাঁর ঘনিষ্ঠ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগকারিণী বলেন, চিন্ময়ানন্দকে বাঁচানোর জন্য পুলিশ আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছে।

Leave a Reply

error: Content is protected !!